রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ক্যারিবীয় টেস্ট স্কোয়াডে বিশালদেহী কর্নওয়াল

ক্রীড়া ডেস্ক

২০০৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে বারমুডার পক্ষে খেলেছিলেন ২৮০ পাউন্ড ওজনের বিশালদেহী ডুয়াইন লেভারক। তার পারফরম্যান্সে বিস্মিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। এবার টেস্ট ক্রিকেটে খেলবেন ১৪৩  কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী কর্নওয়ালকে দলভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেটে হোয়াটওয়াশ হয়ে ক্যারিবীয়রা এখন ওয়ানডে সিরিজ খেলছে। তার মধেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে সুযোগ দেওয়া হয়েছে বিশালদেহী ২৬ বছর বয়সী কর্নওয়ালকে। ২২ আগস্ট শুরু হবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

কর্নওয়াল একজন অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে লিওয়ার্ডস আইল্যান্ডের পক্ষে তার অভিষেক ২০১৪ সালে। এখন দলটির অধিনায়ক কর্নওয়াল। স্পিন বল করে তিনি ৫৫ প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ২৬০টি।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেইজ, রহকিম কর্নওয়াল, শেন ডোরিচ (উইকেটরক্ষক), শোনন গ্যাব্রিয়েল, সিমরন হেটমায়ার, শাই হোপ, কেমো পল ও কেমার রোচ।

সর্বশেষ খবর