শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

৫৩ বছরের অপেক্ষার অবসান

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ

রাহাত খান, বরিশাল

৫৩ বছরের অপেক্ষার অবসান

নবরূপে সাজছে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম। প্রথমবারের মতো বিদেশি কোনো দলের বরিশাল স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে নির্জীব এই স্টেডিয়ামে। বিসিবি ও স্থানীয় সংগঠক, কর্মকর্তা-প্রকৌশলী, গ্রাউন্ডসম্যানসহ ব্যস্ত সবাই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ ঘিরেই এসব আয়োজন। আগামী ২৬ অক্টোবর ৪ দিনের এই ম্যাচ শুরু হলেও তার ৩ দিন আগেই ২৩ অক্টোবর বরিশাল আসছে দুদল। তাদের থাকা-খাওয়া, অনুশীলন এবং নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রথমবারের মতো বরিশালে কোনো বিদেশি দলের খেলা আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

কীর্তনখোলা নদীর তীরে নগরীর চাঁদমারী এলাকায় ১৯৬৬ সালে ২৯.২৫ একর জমিতে বরিশাল স্টেডিয়াম নির্মাণের পর ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়। ৩টি আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ, ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি, ড্রেসিং রুম ও ম্যাচ অফিশিয়াল রুমসহ পাঁচতলা প্যাভিলিয়ন, ৩ তলা প্রেসবক্স, ফ্লাড লাইট সবই আছে বরিশাল স্টেডিয়ামে। ছিল না শুধু জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ। এমনকি বিপিএলও।

তবে ৫৩ বছরের বন্ধ্যত্ম ঘুচিয়ে এবার বরিশাল স্টেডিয়ামে খেলতে আসছে শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর