শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওয়ার্নারের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে রাঙিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার টেস্টে জ্বলে উঠলেন তিনি। ব্রিসবেনের স্যাবাতে পাকিস্তানের প্রথম ইনিংসে গড়া ২৪০ রানের জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়া দারুণ ব্যাট করছে। গতকাল দ্বিতীয় দিন শেষে ৮৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১২ রান তুলেছে তারা। ওয়ার্নার ১৫১ ও লাবুশেন ৫৫ রানে ক্রিজে টিকে আছেন। বার্নস দুর্ভাগ্যক্রমে ৯৭ রানে আউট হন। সকালে সতর্ক থাকলেও পরে বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার ও দলে ফেরা জোবার্নস। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৭৮ বলে ফিফটিতে পৌঁছান ওয়ার্নার। কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনের শুরুতেই অভিষেক হওয়া নাসিম শাহের বলে উইকেটের পেছনে ধরা পড়েছিলেন ওয়ার্নার। বেঁচে যান বলটি নো হওয়ায়। শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি তুলে নেন ১৮০ বলে। এটি তার টেস্টে ২২তম সেঞ্চুরি। এখনই ৭২ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। হাতে আছে ৯ উইকেট। বড় লিডের পথেই এগোচ্ছে স্বাগতিকরা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর