শিরোনাম
শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গোলাপি বলের টেস্টে প্রথম দিনে রাজত্ব অস্ট্রেলিয়ার

অ্যাডিলেড টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

গোলাপি বলের টেস্টে প্রথম দিনে রাজত্ব অস্ট্রেলিয়ার

লাবুসকাজনির সেঞ্চুরির পর তাকে জড়িয়ে ধরেন ওয়ার্নার। গতকাল সেঞ্চুরি করেছেন তিনি নিজেও -এএফপি

গোলাপি বলের টেস্টের ‘আঁতুড়ঘর’ অ্যাডিলেডে প্রথম দিনের শুরুতেই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে যেন চমকে দিয়েছিলেন পাকিস্তানের বোলার শাহীন আফ্রিদি! চতুর্থ ওভারে তিনি আউট করেন ওপেনার জো বার্নসকে। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সুখস্মৃতি এটুকুই। এরপরই বদলে যায় দৃশ্যপট। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে পুরো দিন পার করে দেন মার্নাস লাবুসকাজনি। প্রথমে সেঞ্চুরি করেন ওয়ার্নার। তারপর শতক তুলে নেন লাবুসকাজনি। দুই সেঞ্চুরিতে দিন শেষে স্কোরবোর্ডে ১ উইকেটে ৩০২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার অপরাজিত ১৬৬ রানে, লাবুসকাজনি ১২৬ রানে নটআউট। প্রথম দিনে পুরো সময় খেলা হয়নি। বৃষ্টির কারণে যে ৭৩ ওভার খেলা হয়েছে পুরো সময় পাকিস্তানি বোলারদের রীতিমতো তুলাধোনা করে ছেড়েছেন দুই অসি ব্যাটসম্যান। তারা ব্যাটিং করেছেন ওয়ানডে স্টাইলে। প্রথম দিনে ওভারপ্রতি রান এসেছে ৪.১৩ করে। সবচেয়ে বেশি ঝড় গেছে স্পিনার ইয়াসির শাহের ওপর দিয়ে। তার ১৪ ওভার থেকেই ৮৭ রান এসেছে। গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই যেন রাজত্ব কায়েম করেছে অস্ট্রেলিয়া!

সর্বশেষ খবর