বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাফুফের জরিমানা ১৩ লাখ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে ম্যাচ। অনেকের ধারণা ছিল ঘরের মাঠ হলেও গোলের বন্যায় ভেসে যাবে জামাল ভূঁইয়ারা। ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নরা ঠিকই জিতেছিল। ব্যবধান ছিল ২-০। কিন্তু বাংলাদেশ যে নৈপুণ্য প্রদর্শন করেছিল তাতে মুগ্ধ হয়ে যান কাতারের কোচ। তার কথা, ভাগ্য আমাদের ভালো, সুযোগ কাজে লাগানো গেছে। অন্যদিকে দুর্ভাগ্য বাংলাদেশের। কমপক্ষে নিশ্চিত পাঁচটি গোল মিস করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্যালারিও ভরে যায়। যা ঢাকায় এসে প্রশংসা করে যান জিয়ানি ইনফ্যান্টিনো। ফিফা সভাপতির প্রশংসার পরও বাংলাদেশকে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। কিছু দর্শক গ্যালারির সামনে ফেন্সিংতে উঠে গিয়েছিল। একে বিশৃঙ্খলা মনে করছে ফিফা। এ অপরাধে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ গুণতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা।

সর্বশেষ খবর