বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিশেলসকে হারিয়ে ফাইনালে ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে ফিলিস্তিন। অন্যদিকে ২০০ নম্বরে সিশেলস। কিন্তু দুই দলের খেলা দেখে র‌্যাঙ্কিংয়ের এই বিস্তর ফারাকটা বুঝা বেশ কঠিন ছিল গতকাল। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে সিশেলসকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন লাইস খারুব।

 ম্যাচের ৮০ মিনিটে মাহমুদ আবুওয়ার্ডার পাসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে দারুণ এক কোনাকুনি শটে গোল করেন খারুব। এই গোলটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তবে আন্ডারডগ হয়েও সিশেলস দর্শকদের মন জয় করেছে। বুনো ষাঁড়ের মতো তেড়ে-ফুঁড়ে বারবারই ফিলিস্তিনের ডিফেন্স লাইন ভেঙে দিয়েছে র‌্যাঙ্কিংয়ের হিসেবে ‘পুচকে’ এই দলটা। ফিলিস্তিন গতবার তাজিকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে তা আজই জানা যাবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-বুরুন্ডি। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী শনিবার।

সর্বশেষ খবর