শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদায় ফেদেরার

ফাইনালে জকোভিচ

ক্রীড়া ডেস্ক

বিদায় ফেদেরার

‘প্রথম সেট হারার পর তিনি (ফেদেরার) মেডিকেলের জন্য টাইম আউট নেন। এরপর ফিরলেও সেরা ফর্মে খেলতে পারেনি।’

টেনিসের দুই মহানায়ক নোভাক জকোভিচ ও রজার ফেদেরার। সুইস তারকা ফেদেরার ক্যারিয়ারে গ্র্যান্ডস্লাম জিতেছেন ২০টি। সার্বিয়ান তারকা জিতেছেন ১৬টি। ফেদেরার ২১ নম্বরের সন্ধানে নেমেছিলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে এবং জকোভিচের টার্গেট ১৭। দুই বিশ্বতারকা গতকাল মুখোমুখি হয়েছিলেন মেলবোর্নের রড লেভার অ্যারেনার সেন্টার কোর্টে। দুই তারকার ৫০ নম্বর লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জকোভিক। প্রতিদ্বন্দ্বিতাহীন সেমিফাইনালে সাবেক শীর্ষ বাছাই ফেদেরারকে পাত্তাই দেননি সার্বিয়ান তারকা। ৭-৬(৭/১), ৬-৪ ও ৬-৩-এ উড়িয়ে ফাইনালে জায়গা নিয়েছেন জকোভিচ। ফেদেরারের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান আসর আরও রং হারিয়েছে আরেকটু। ফেদেরারের আগে বিদায় নিয়ে আসরকে রংহীন করেছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস। গতকাল সুইস তারকার দেখানো পথে হেঁটেছেন মেয়েদের শীর্ষ বাছাই অ্যাশলেই বার্টি, সিমোনা হেলেপ, ক্যারোলিন প্লিসকোভা, নাওমি ওসাকা। ফাইনালে জকোভিচের  প্রতিপক্ষ হতে পারেন অষ্টম ডমিনিক বাছাই থিয়েম কিংবা সপ্তম বাছাই আলেকজান্ডার জাভারেভ। মেয়েদের ফাইনালে খেলবেন মার্কিন তরুণী সোফিয়া কেনিন ও স্পেনের গারবিনিয়ে মুগুরুজা। সোফিয়া কেনিনের এটাই প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল এবং মুগুরুজা প্রথম খেলবেন অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে।

গত উইম্বল্ডনে দুই তারকার মহাকাব্যিক ফাইনালে শেষ হাসি হেসেছিলেন জকোভিচ। গতকাল রড লেভার অ্যারিনার লড়াইটি যুতসই হয়নি। যদিও সেমিফাইনালের প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ৭-৬ সেটে জকোভিচ জিতলেও এক পর্যায়ে ৪-১-এ এগিয়েছিলেন ফেদেরার। তখন মনে হয়েছিল দিনটি বোধহয় ফেডএক্স-এর। কিন্তু সার্ভিস ব্রেক করে সেই যে ম্যাচে ফিরেন সার্বিয়ান তারকা, এরপর আর পেছনে ফিরে তাকাননি। পরের দুই সেট জিতে নেন ৬-৪ সেটে। ম্যাচ শেষে মহাতারকার সঙ্গে হাত মিলিয়ে পিঠ চাপড়িয়ে সান্ত্বনা দেননি জকোভিচ। ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ বলেন, ‘ প্রথম সেট হারার পর তিনি (ফেদেরার) মেডিকেলের জন্য টাইম আউট নেন। এরপর ফিরলেও সেরা ফর্মে খেলতে পারেনি।’ সেমিফাইনাল থেকে বিদায়ের পর এখন গুঞ্জন টেনিস কোর্টকে বোধহয় সহসাই বিদায় জানাচ্ছেন রজার ফেদেরার। দুই তারকার ৫০ ম্যাচে জকোভিচের জয় ২৭ এবং ফেদেরারের ২৩। মেয়েদের বিভাগেই আগেই বিদায় নিয়েছেন সেরেনা, প্লিসকোভা, ওসাকারা। তাই শিরোপা জয়ের দাবিদার ছিলেন অ্যাশলে বার্টি। কিন্তু গতকাল মার্কিন তরুণী সোফিয়া কেনিনের কাছে হেরেছেন ৭-৬ (৮/৬)ও ৭-৫ গেমে। আরেক সেমিফাইনালে চতুর্থ বাছাই সিমোনা হেলেপকে ৭-৬(১০/৮) ও ৭-৫ গেমে বিদায় করে ফাইনালে জায়গা নিয়েছেন গারবিনিয়ে মুগুরুজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর