মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারত-পাকিস্তান সেমিফাইনাল আজ

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দুই বছর আগেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। একতরফা ম্যাচে সেবার ভারত জিতেছিল ২০৩ রানের পর্বতসমান ব্যবধানে। আজ কি হবে, এ নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি নয় দুদেশের যুবারা। আগামীকাল যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন ভারত। দলটি চ্যাম্পিয়ন হয়েছে ২০০০, ২০১৮, ২০১২ ও ২০১৮ সালে। পাকিস্তানি যুবারাও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দুবার। ২০০৪ ও ২০০৬ সালে। এরমধ্যে ২০০৬ সালে প্রতিবেশী ভারতকে হারিয়েই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল যুব বিশ্বকাপের। চিরপ্রতিদ্ব›দ্বী দুই দল আজ খেলবে সেমিফাইনাল। ম্যাচটি নিয়ে অবশ্য দুই দেশের ক্রিকেটাররাও শিহরিত। দুই দেশের চরম বৈরী সম্পর্ক হলেও ক্রিকেটারদের মধ্যে সখ্যতা খুবই ভালো। গত যুব বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটাররা ক্রিকেটের খুঁটিনাটি জানতে সময় ব্যয় করেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে।  

সর্বশেষ খবর