বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অসম্ভবকে সম্ভব করার মিশন আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

অসম্ভবকে সম্ভব করার মিশন আবাহনীর

অসম্ভবকে সম্ভব করার ম্যাচ ঢাকা আবাহনীর। মালদ্বীপের মাটিতে জিততে হবে। প্রতিপক্ষ স্বাগতিক ম্যাজিয়া রিক্রিয়েশন স্পোর্টস ক্লাব। ঢাকায় জিততে পারলে সুবিধাজনক অবস্থায় মালেতে নামতে পারত আবাহনী। ড্র করলে পরবর্তী রাউন্ডে যেত। এখন ২-২ গোল হওয়ায় অ্যাওয়ে ম্যাচে আবাহনীর জেতাটা জরুরি হয়ে পড়েছে। না জিতলেও চলবে, ৩-৩ ব্যবধানে ড্র করতে হবে। আসলে এতকিছু ভাবছেন না আবাহনীর কোচ ল্যামিও লোমেস। তার ভাবনায় শুধুই জয়। আসলে ম্যাজিয়া আবার এমন আহামরি শক্তিশালী দল নয় যে তাদের হারানোর যাবে না।

প্রতিপক্ষের বিপক্ষে অতীত রেকর্ডটা সুখকর নয় বলেই আবাহনীর যত ভয়। ম্যাজিয়ার বিপক্ষে ২০১৭ সালেই দুই পর্বে আবাহনী হেরেছে। লোমেস ঢাকার মাঠে শিষ্যদের ভুল-ত্রুটি চিহ্নিত করেই মাঠে নামাবেন। মূলত রক্ষণভাগেই আবাহনীর সমস্যা। ঢাকায় দুবার পিছিয়ে থেকেও সমতা এনেছে। বেলফোর্ট, সানডে ও নাবীব নেওয়াজ জীবন যদি তাদের ভয়ঙ্কর রূপ ধারণ করেন তাহলে জয়ের সম্ভাবনা আছে। কোনোভাবেই গোল মিস করা যাবে না। কোচের মতে ম্যাজিয়া ঘরের মাঠ হলেও চাপে থাকবে। এই সুযোগটা কাজে লাগাতে চান কোচ। প্লে অফ ম্যাচ। যদি আবাহনী জিতে তাহলে বেঙ্গালুরু ও ভুটানের বিজয়ী দলের মধ্যে খেলবে। এখান থেকেই একটি দল এএফসি কাপে ‘ই’ গ্রুপে খেলবে। যেখানে আছে বসুন্ধরা কিংস।

 

সর্বশেষ খবর