সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

যে কারণে বাদ মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন মাহমুদুল্লাহ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে নাসির শাহের উইকেটের বাইরের বলকে খেলতে গিয়ে যেভাবে আউট হয়েছেন, তাতে বিরক্ত কোচসহ টিম ম্যানেজমেন্ট।

ম্যাচে বাজে পারফরম্যান্সের পর মাহমুদুল্লাহকে লাল বল থেকে সাদা বলের দিকে মনোনিবেশ করতে বলেছিলেন কোচ। এতেই ইঙ্গিত পাওয়া যায়, কোচ ডমিঙ্গো চাইছেন না মাহমুদুল্লাহ ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলুক। রাওয়ালপিন্ডি টেস্ট খেলা নাম প্রকাশে অনিচ্ছুক এক টাইগার ক্রিকেটারই এমনটিই জানিয়েছেন। প্রথম ইনিংসেও একইভাবে আউট হয়েছিলেন টি-২০ অধিনায়ক।

গতকাল ঘোষিত জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্য দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।

মাহমুদুল্লাহর বাদ পড়া নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘কোচ কি বলেছেন, সে বিষয়ে কিছুই জানিনা। মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে।’ টিম ম্যানেজমেন্ট কিছু না বললেও পরিষ্কার, কোচ রাসেল ডমিঙ্গোর অনাগ্রহেই বাদ পড়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ।

সর্বশেষ খবর