বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জিম্বাবুয়ের দলে যুব বিশ্বকাপের ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

একমাত্র টেস্টে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি জিম্বাবুয়ে। মুশফিকের ডাবল সেঞ্চুরি এবং নাঈম হাসানের বিধ্বংসী বোলিংয়ে আফ্রিকান প্রতিনিধিরা হেরেছে ইনিংস ও ১০৬ রানে। টেস্টের হারে ধাক্কা সামলাতে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তাতে জায়গা পেয়েছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ খেলা অফ স্পিন অলরাউন্ডার ওয়েসলি মাধোভেরে। এছাড়াও দলে ফিরেছেন শন উইলিয়ামস, টিনাশে কামুনহুকামউই ও রিচমন্ড মুতুমবামি। যুব বিশ্বকাপে জিম্বাবুয়ে ভালো পারফরম্যান্স না করলেও মাদোভেরে ভালো খেলেছেন। দুটি হাফসেঞ্চুরি ছাড়াও নেন ৮ উইকেট। ওয়ানডে সিরিজ হবে ১ মার্চ। ম্যাচ তিনটি ১, ৩ ও ৬ মার্চ। প্রথমবারের মতো দলকে চামু চিবাবা। টি-২০ ম্যাচ দুটি ৮ ও ৯ মার্চ। 

ওয়ানডে ও টি-২০ স্কোয়াড : চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধোভেরে, টিমাইসেন মারুমা, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মাতুম্বাদজি, রিচমন্ড মুতুমবামি, আইন্সলে এনডিলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিশুমা ও শন উইলিয়ামস। 

সর্বশেষ খবর