সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘ক্যাপ্টেন কে হবে সিদ্ধান্ত নেবে বোর্ড’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

একদিন আগে প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে মাশরাফি বিন মর্তুজার দেওয়া উত্তরে ক্রিকেটাঙ্গনে  তোলপাড় শুরু হয়ে যায়! মাশরাফি বলেছিলেন, ‘আমি কি  চোর, মাঠে কি চুরি করি!’ এ প্রসঙ্গে গতকাল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পুরো প্রেস কনফারেন্সটা দেখে আমার কাছে মনে হয়েছে আপনারা ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এ রকম একটা সময় যখন আপনাদের তার পাশে থাকা উচিত, সে সময় তাকে আপনারা একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারে আলাপ করা উচিতই না আমাদের। ও বলে দিয়েছে কী চায়। ক্যাপ্টেন কে হবে এটা বোর্ড সিদ্ধান্ত  নেবে, ও কখন অবসর নেবে এটা ওর ব্যাপার।’ তবে বোর্ড সভাপতি এটাও জানিয়েছেন, পারফরমার মাশরাফি যেমনই হোক অধিনায়ক মাশরাফির বিকল্প  নেই। নাজমুল হাসানের ভাষ্য, ‘যেটা বলার কথা সেটাই বলেছে ও (মাশরাফি)। সমস্যা হচ্ছে আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, আমি সবসময় দুটো  প্লেয়ারের কথা বলি, আমাদের দেশে যেমন সাকিবের মতো  খেলোয়াড়ের কোনো রিপ্লেসমেন্টে নেই, তেমনি ক্যাপ্টেন হিসেবে মাশরাফির বিকল্প নেই। মাশরাফির অবদান  কোনোভাবেই খাটো করার সুযোগ নেই।’

সর্বশেষ খবর