মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদেশে ‘স্বেচ্ছাবন্দী’ রাজীব-আরিফুলরা

ক্রীড়া প্রতিবেদক

বিদেশে স্বেচ্ছাবন্দী হয়ে আছেন বাংলাদেশের  দুই ক্রীড়াবিদ জাতীয় দলের সাতারু আরিফুল ইসলাম ও দাবাড়ু এনামুল হক রাজীব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে ২০১৮ সালে ফ্রান্সে যাওয়া আরিফুলের অনুশীলন বন্ধ হয়েছে গত সপ্তাহে। শুধু আরিফুলই নন, দেশের বাইরে স্বে^চ্ছাবন্দী আছেন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার খন্দকার তৈয়বুর রহমান ও টিটি খেলোয়াড় মিনারা শারমিন।

 চলতি মাসের প্রথম সপ্তাহে জার্মানি গিয়েছিলেন রাজিব। বেড়াতে গিয়েই আটকে গেছেন দাবাড়ু। আরেক দাবাড়ু তৈয়বুর রহমানও জার্মানিতে রাজীবের সঙ্গে অবস্থান করছেন। দেশে ফেরার সবধরনের ফ্লাইট বন্ধ বলে দুই দাবাড়ু ফিরতে পারছেন না। টিটি খেলোয়াড় মিনারা জাপান যান স্বামীর কাছে। কিন্তু করোনাভাইরাসের জন্য এখন সেখানেই থাকতে হচ্ছে তাকে।

সর্বশেষ খবর