শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেতন ছাড়াই কোচের দায়িত্বে জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

বেতন ছাড়াই কোচের দায়িত্বে জেমি ডে

২০১৮ সালে কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল বাফুফে। ১৫ মে সেই মেয়াদ শেষ হবে। তবে ফেডারেশন তাকে ছাড়তে চায় না। জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্বে জেমিকেই ধরে রাখতে চায়। ইংলিশ কোচও কাজ করতে আগ্রহী। সমস্যা হচ্ছে করোনাভাইরাসের কারণে সব ধরনের ফুটবল এখন বন্ধ। কবে জাতীয় দলের কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত নয়। তাই জেমির সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি একটা শর্ত জুড়ে দিয়েছে বাফুফে। নতুন চুক্তির কার্যক্রম শুরু হবে ১৬ আগস্ট থেকে। এই তিন মাস ফুটবল মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। তাই তিন মাস বসিয়ে বসিয়ে কোচকে বেতন দিতে আগ্রহী নয় বাফুফে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘জেমিকে আমাদের প্রস্তাব পাঠিয়েছি। বুধবার মেইলও করা হয়েছে। যাতে তাড়াতাড়ি আমাদের প্রস্তাবে হ্যাঁ বা না বলতে পারেন। উনি এক সপ্তাহ সময় চেয়েছেন। আশা করি কিছুদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। রাজি থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা ঠিক করে নেব।’ জেমি যদি বাফুফের শর্ত মেনে ১৬ আগস্ট থেকে চুক্তি করেন তাহলে তাকে তিন মাস কাজ ছাড়াই থাকতে হবে। এ সময়ে কোনো বেতন পাবেন না। আর জেমি যদি স্বেচ্ছায় কোনো কাজ করতে চান বাফুফের আপত্তি নেই। জাতীয় ম্যানেজমেন্ট কমিটির এক সদস্য জানান, ‘আমরা নিশ্চিত জেমি আমাদের শর্ত মেনে নেবেন। কারণ এই দুঃসময়ে তিনি নতুন কোনো চাকরি পাবেন না। তাই নিরূপায় হয়ে বাংলাদেশের কোচ হতে রাজি হবেন।’

সর্বশেষ খবর