শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কাতারে বিশ্বকাপ হচ্ছে না?

ক্রীড়া ডেস্ক

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজক। ২০ বছর পর, ২০২২ সালে কাতার একাই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ভেন্যু নির্মাণ বা সংস্কারের জন্য যা যা করা দরকার দেশটি তা শুরু করেছে। কাতার চাচ্ছে আয়োজনে চমক আনতে। কিন্তু প্রশ্ন উঠেছে কাতারে শেষ পর্যন্ত বিশ্বকাপ হবে কি না। কেননা তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে তিনি কাতারকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ব্ল্যাটারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল প্রসিকিউটর দুর্নীতির অভিযোগ আনে। তদন্তে দুর্নীতির প্রমাণও মিলেছে। ব্ল্যাটারকে বহিষ্কার করা হয়েছে দায়িত্ব থেকে। এখন আবার ব্ল্যাটারই বলছেন যদি দুর্নীতি করেই থাকি যুক্তরাষ্ট্রেই ২০২২ সালের বিশ্বকাপ হোক। তারা তো চেয়েছিল আয়োজক হতে। এখনো হাতে যে সময় আছে তাতে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করতে পারবে। হঠাৎ ব্ল্যাটারে এমন বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে সেটাই প্রশ্ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর