মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হতাশায় ভুগছেন নাদাল

ক্রীড়া ডেস্ক

হতাশায় ভুগছেন নাদাল

রাফায়েল নাদাল

স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল হতাশায় ভুগছেন। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই টেনিসের কোনো টুর্নামেন্ট নেই। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট পর্যন্ত বাতিল হয়ে গেছে। কবে কোর্টে ফিরবে টেনিস বলা কঠিন। এই অবস্থাটা কেবল টেনিস নয়, পুরো ক্রীড়াবিশ্বের জন্যই হতাশার। রাফায়েল নাদাল বলছেন, ‘আমি খুবই হতাশ। কবে টেনিস স্বাভাবিক কর্মসূচিতে ফিরবে বলতে পারছি না। স্প্যানিশ টেনিস ফেডারেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় একথা বলেন নাদাল। তিনি আরও বলেন, ‘এটা সত্যিই খুব খারাপ সময়। অনেক মানুষ মারা যাচ্ছে।’ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্প্যানিশ তারকা কাজ করছেন তার বন্ধু বাস্কেটবল তারকা পাউ গ্যাসুলের সঙ্গে। দুজন মিলে তহবিল সংগ্রহ করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর