শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
সংকটে হকি

ঊষাকে ঘিরেই আলোচনা

ক্রীড়া প্রতিবেদক

দুই বছর ধরে প্রিমিয়ার হকি লিগের দেখা নেই। করোনভাইরাসে সংকট আরও বেড়ে গেছে। তবে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, লিগের জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে ক্লাবগুলোকে চিঠিও পাঠানো হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতির ওপর নির্ভর করছে বৈঠক। তিনি বলেন, দুই বছর নানা কারণে লিগ হতে পারেনি। খেলোয়াড়রা মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। হকিতে তাদের প্রধান আয়ের উৎস তো প্রিমিয়ার লিগই। আমরা অবশ্যই সবার আগে লিগকেই গুরুত্ব দিচ্ছি।

শোনা যায় দীর্ঘদিন লিগ না হওয়ার পেছনে বড় কারণ পুরান ঢাকার ঐতিহ্যবাহী দল ঊষা ক্রীড়া চক্র। ২০১৮ সালে তারা লিগে অংশ নেয়নি। সে বছর নভেম্বর মাসে নির্বাহী কমিটি ঊষাকে বহিষ্কার করে। অর্থাৎ তারা এখন প্রিমিয়ার লিগের অংশ নয়। তবে নির্বাচনের পর প্রভাবশালী দুই কর্মকর্তা ঊষাকে ফিরিয়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চেয়েছিলেন।

শেষ পর্যন্ত এক কর্মকর্তা ক্যাসিনোকান্ডে গা ঢাকা দিনে ঊষার বিষয়টি আর এগুতে পারেনি। ইউসুফের কাছে জানতে চাওয়া হয় ঊষাকে প্রিমিয়ার লিগ খেলার অনুমতি দিচ্ছে কি না। তিনি বলেন, আমাদের চিন্তা শুধুই লিগ। ঊষা এখানে ফ্যাক্টর নয়। আমরা প্রিমিয়ারে খেলা সব দলকেই চিঠি দিয়েছি। বহিষ্কার বলেই ঊষাকে চিঠি দেওয়া হয়নি। বাইলজ অনুযায়ী ঊষার বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তারা যদি শাস্তি প্রত্যাহার চেয়ে ফেডারেশনকে চিঠি পাঠায় তা হলে কার্যনির্বাহী কমিটিতে বিষয়টি উত্থাপিত হতে পারে। এখানে আর কোনো উপায় নেই ঊষার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর