শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট!

সম্ভাব্য ভেন্যু কক্সবাজার ও বিকেএসপি

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট!

‘কোয়াব এবং জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট মাঠে ফেরানোর ব্যাপারে কথা বলেছি। তবে তারিখ এখনো ঠিক করতে পারিনি। সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজার ও বিকেএসপিকে চিন্তাভাবনা করছি।’

 

১১৭ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে ক্রিকেট। করোনাভীতিকে পাশ কাটিয়ে সাউদাম্পটনে টেস্ট খেলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের টেস্ট ক্রিকেট অপরাপর দেশগুলোকে আত্মবিশ্বাস জোগাচ্ছে মাঠে ক্রিকেট ফেরানোর।

বাংলাদেশও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ক্রিকেট ফেরাতে। পরিকল্পনা করেছে ঈদুল আজহার পরপর ক্রিকেট শুরুর। শুরু করতে চাইছে বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট দিয়ে। যদিও দিন, ক্ষণ ও তারিখ ঠিক করেনি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোাপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, প্রিমিয়ার ক্রিকেট শুরুর সবধরনের প্রস্তুতি নিয়ে

রেখেছে বিসিবি। সম্ভাব্য ভেন্যু দুটি কক্সবাজার ও বিকেএসপি। প্রস্তুতি নিয়ে রাখলেও সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির স্বাভাবিকতার ওপর।

করোনাভাইরাসের জন্য দেশের ক্রিকেট বন্ধ ছিল ১৭ মার্চ থেকে। প্রিমিয়ার ক্রিকেটের প্রথম রাউন্ডের খেলা হওয়ার পরপরই ভয়াবহ পরিস্থিতির জন্য বন্ধ করে দেয় বিসিবি। যদিও ক্রিকেটারদের অনেকেই অনুরোধ করেছিলেন লিগ শুরুর। বিসিবির অমত ছিল না। কিন্তু সরকারি সিদ্ধান্ত না পাওয়ায় শুরু করতে পারেনি। এমনিতে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতিও দেয়নি। তবে ক্রিকেট ফেরাতে সবসময়ই প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি।

তিনদিন আগে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ভার্চুয়াল সভায় বসেছিল ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে নিয়ে। ক্লাবগুলোকে কোয়াব অনুরোধ করেছে, যেন চুক্তির ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে। এ নিয়ে বিসিবি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ক্লাবগুলোকে অনুরোধ করেছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে।

কোয়াব জানিয়েছে, ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স ক্রিকেটারদের কোনো ধরনের পরিশোধ করছে না। তবে অপরাপর ক্লাবগুলো ২৫/৩০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে বলে ক্রিকেটারদের অনেকেই জানিয়েছেন। পারিশ্রমিক নিয়ে ঝামেলা থাকলেও সিসিডিএম চেয়ারম্যান বলেছেন, ‘কোয়াব এবং জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট মাঠে ফেরানোর ব্যাপারে কথা বলেছি। তবে তারিখ এখনো ঠিক করতে পারিনি। সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজার ও বিকেএসপিকে চিন্তাভাবনা করছি। সেখানে ক্লাবগুলোর ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবাইকে আইসোলেশনের মধ্যে থাকতে হবে।’

লিগ শুরুর সম্ভাব্য তারিখ এখনো ঠিক করতে পারেনি। কিন্তু সিসিডিএম চাইছে, ক্লাব ও ক্রিকেটাররা যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখে। কারণ সিসিডিএম চাইছে, ১৫ দিনের নোটিসে ক্রিকেট শুরু করতে, ‘ক্রিকেটারদের ফিটনেসের জন্য ক্লাবগুলো যেন তাদের সঙ্গে যোগাযোগ রাখে। ক্রিকেটাররা যেন প্রস্তুতি নিয়ে রাখে ১৫ দিনের নোটিসে খেলতে পারেন। আমরা চাইছি প্রিমিয়ার ক্রিকেট দ্রুত মাঠে ফিরুক।’

করোনাভাইরাসের জন্য এ বছর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে গেছে বলা যায়। তাই ঘরোয়া ক্রিকেট খেলেই বছর পার করতে হবে ক্রিকেটারদের।

সর্বশেষ খবর