শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

জেলায় প্রতিবছর শেখ কামাল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের জন্মদিবস এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পালন করবে। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা সভায় উপস্থিত ছিলেন। ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শেখ কামালের জন্মদিন উপলক্ষে এখন থেকে প্রতিবছর জেলাভিত্তিক জাতীয় পর্যায়ে ফুটবল অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী জানান, শেখ কামাল ক্রীড়াঙ্গনের গর্ব। তার স্মৃতি জাগিয়ে রাখতে টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি।

সভায় করোনায় দেশের খেলাধুলার অচলাবস্থা নিয়েও আলোচনা হয়। ক্রীড়া মন্ত্রণালয় বলেন, ইনডোরের খেলাধুলা শুরু করতে কোনো সমস্যা নয়। তবু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই সিদ্ধান্ত নেব।

সর্বশেষ খবর