শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইনডোর গেমস শুরুর ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে মার্চ থেকেই দেশের খেলাধুলা বন্ধ। ধারণা ছিল তিন মাসের মধ্যে করোনার ভয়াবহতা কেটে যাবে। মাঠে গড়াবে সব খেলা। কিন্তু জুন মাস চলে গেলেও করোনার দাপট কমেনি। বরং বেড়েই চলেছে। এ অবস্থায় খেলা কবে মাঠে গড়াবে তা অনিশ্চিত। তবে মাঠে নয়, জাতীয় ক্রীড়া পরিষদ চাচ্ছে, যেসব খেলা ইনডোরে হয়, তা শুরু করতে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, কুস্তি, সাঁতার, ভারোত্তোলন, কারাতে, তায়কোয়ান্দো কিংবা উশুর দিকেই নজর তাদের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও চাচ্ছেন অন্তত ইনডোরের খেলা শুরু হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর