সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

রবার্তো বাজ্জিওর পাশে রোনালদো

ক্রীড়া ডেস্ক

রবার্তো বাজ্জিওর পাশে রোনালদো

ইতালিয়ান সিরি এ লিগের চলতি মৌসুমে টানা ১১টি পেনাল্টি শট নিয়ে ১১টিতেই গোল করেছেন রোনালদো। ১৯৯৭-৯৮ মৌসুমে টানা ১১টি পেনাল্টি শট নিয়ে ১১টিতেই গোল করে রেকর্ড গড়েছিলেন ইতালিয়ান গ্রেট রবার্তো বাজ্জিও। সেসময় তিনি বলগনার জার্সিতে লিগ খেলছিলেন

 

গত মাসে ইতালিয়ান কাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ব্যর্থতার দায় কাঁধ থেকে নামাতে পেনাল্টি থেকে একের পর এক গোল করেই চলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা। শনিবার নিজেদের মাঠে আটলান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। দলের পক্ষে দুটি গোলই করেছেন রোনালদো। দুটিই করেছেন পেনাল্টি থেকে। আর এতেই তিনি দারুণ এক রেকর্ডে ভাগ বসালেন। ইতালিয়ান সিরি এ লিগের চলতি মৌসুমে টানা ১১টি পেনাল্টি শট নিয়ে ১১টিতেই গোল করেছেন রোনালদো। ১৯৯৭-৯৮ মৌসুমে টানা ১১টি পেনাল্টি শট নিয়ে ১১টিতেই গোল করে রেকর্ড গড়েছিলেন ইতালিয়ান গ্রেট রবার্তো বাজ্জিও। সেসময় তিনি বলগনার জার্সিতে লিগ খেলছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রেকর্ডটাতে ভাগ বসালেন রোনালদো। চলতি মৌসুমে লিগে আরও ছয়টি ম্যাচ বাকি রোনালদোর। এর মধ্যে রেকর্ডটাকে কতদূর নিয়ে যাবেন তিনি, তা সময়েই জানা যাবে। এই রেকর্ড গড়ার পাশাপাশি রোনালদো ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়েও নিজেকে অনেকটা এগিয়ে আনলেন। চলতি মৌসুমে লিগে ২৮টি গোল করেছেন তিনি। বুন্দেসলিগায় ৩৪ গোল করে সবার ওপরে আছেন বায়ার্নের রবার্ট লেবানডস্কি। ইতালিয়ান ক্লাব লেজিওর সিরো ইমোবিল ২৯ গোল নিয়ে আছেন দুই নম্বরে। এরপরই রোনালদো। তবে তার হাতে আরও ছয় ম্যাচ থাকায় রোনালদো সবাইকে ছাড়িয়ে যেতে পারেন। সিরি এ লিগে জুভেন্টাস ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেজিও।

 

সর্বশেষ খবর