সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

এশিয়ান কাপ জিততে চান জামাল

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপ জিততে চান জামাল

ইউরোপিয়ান ফুটবলের আহ্বান ছেড়ে শেকড়ের টানে বাংলাদেশে এসেছিলেন জামাল ভূঁইয়া। কিছুটা সময় লাগলেও নিজেকে একজন ফুটবল তারকায় পরিণত করেছেন। বর্তমান ফুটবলে এখন জামাল ভূঁইয়াকেই নায়ক হিসেবে জানে দেশের মানুষ। এখনো পর্যন্ত তেমন বড় কোনো অর্জন নেই। কিন্তু ফুটবলে সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শুরু করেছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ছুটে চলেছেন দূরন্ত গতিতে। এখন বাংলাদেশ মাঠের লড়াইয়ে সমানতালে ছুটে চলে প্রতিপক্ষের সঙ্গে। এমনকি প্রতিপক্ষটা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার হলেও বুক কাঁপে না। বরং জয়ের নেশায় বিভোর হয়ে মাঠে নামে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এভাবে আর কতদিন? এখন সময় এসেছে স্বপ্ন বুকে নিয়ে

লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার। কিন্তু স্বপ্নটাই তো এতদিন জানা ছিল না।

জামাল ভূঁইয়া নিজের স্বপ্নটা জানালেন। শনিবার ভ্যায়াদলিদ-বার্সেলোনা ম্যাচের বিরতিতে চলমান টক শোতে এক দর্শক জামালকে প্রশ্ন করেন, বাংলাদেশের জার্সিতে কী অর্জন করতে চান? জামাল চটপট জানিয়ে দেন, ‘বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ জয় করতে চাই।’ এই স্বপ্নটা যে অবাস্তব নয়, তার ব্যাখ্যাও দেন তিনি। জামাল বলেন, ‘কাতার এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের উদাহরণটা সামনে রাখলে আমাদের স্বপ্নটাও পূরণ করা সম্ভব।’

জামাল বিশ্বকে জানিয়ে দিলেন বাংলাদেশের স্বপ্নটা। তার এই স্বপ্ন পূরণ হবে কি না তার জবাব কেবল সময়ই দিতে পারে!

সর্বশেষ খবর