শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল

ক্রীড়া প্রতিবেদক

শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিজয় দিবস পুরুষ ও নারী ভলিবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় পুরুষদের নয়টি ও নারীদের তিনটি দল অংশগ্রহণ করবে। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিমান বাহিনী, আনসার, নৌবাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনী, পুলিশ এবং বাংলাদেশ জেল। অন্যদিকে নারী বিভাগে অংশ নেওয়া তিনটি দল হলো বাংলাদেশ আনসার, পুলিশ ও জামালপুর জেলা। এবারই প্রথমবারের মতো বিজয় দিবস ভলিবলে অংশ নিচ্ছেন নারীরা। শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে কাল প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। ১৭ ডিসেম্বর বিজয়ীদের পুরস্কার দেবেন তথ্য সচিব খাজা মিয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। স্বাস্থ্যবিধি মেনেই খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে সব খেলোয়াড় ও কর্মকর্তাদের কভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

সর্বশেষ খবর