রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেমিফাইনালে সাইফ বিদায় মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে সাইফ বিদায় মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ দুঃসময় গেছে। এখনো যে ক্লাবের অবস্থান খুব মজবুত, তা বলা যাবে না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সাদা-কালো জার্সিধারীরা। গতকাল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে অবশ্য গাঢ় সবুজ রঙের জার্সি গায়ে মাঠে নামে মোহামেডান। ম্যাচটা শুরু হতেই তারা সাইফ স্পোর্টিংকে চমকের পর চমক উপহার দিতে থাকে। গোলও পেয়ে যায়। কিন্তু নির্ধারিত নব্বই ও অতিরিক্ত ৩০ মিনিট খেলে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ গোলে মোহামেডানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং।

ম্যাচের প্রথম মিনিটেই মোহামেডানকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন মোনা। তবে তার শট ক্লিয়ার করেন সাইফের ডিফেন্ডার রাফি। অবশ্য দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। সোহাগ ডান কর্নার থেকে কিক নেন। সেকেন্ড বারে বল পেয়ে হেড করেন মুনজির। এবার অনেকটা লাফিয়ে হেডে গোল করেন আতিকুজ্জামান।

এরপর কয়েক মিনিট দুর্দান্ত ফুটবল খেলে মোহামেডান। প্রথম চার মিনিটে অন্তত তিনটা গোলের সুযোগ হারায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সাইফ বাজিমাত করে। ম্যাচের ৭ মিনিটে ফয়সালের কর্নার কিকে গোল করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নাইজেরিয়ার এমানুয়েল। এরপর ১১তম মিনিটে লম্বা পাসে মোহামেডানের ডিফেন্ডারদের ভুলে বল পান নাইজেরিয়ার ইকেচুকু। বল নিয়ে এক পাক ঘুরে দারুণ শটে গোল করেন তিনি। এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফিরে মোহামেডান। ৪৪তম মিনিটে সাহেদের কর্নার কিকে বল পেয়ে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান।

এরপর দুদলই দারুণ কিছু আক্রমণ করে। তবে গোলের দেখা পায়নি কেউই। ১১১তম মিনিটে সাইফ স্পোর্টিংয়ের মোহাম্মদ রহিম উদ্দিন ডি বক্সে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তার শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক বিপু। এরপর টাইব্রেকারে ৮টি করে শট নিতে হয় দুই দলকে। মোহামেডানের পক্ষে সুলেমান, নাগাতা, সোহাগ, মিঠু, মুনজির এবং আমির হাকিম গোল করলেও ব্যর্থ হন সজীব ও আতিকুজ্জামান। অন্যদিকে সাইফের পক্ষে টাইব্রেকারে গোল করেন ইকেচুকু, সাহেদ, জন ওকুলি, এমানুয়েল, রহিম উদ্দিন, রহমত মিয়া ও সিরোজউদ্দিন রাখমাতুল্লায়েভ। ক্রসবারে লেগে ফিরে আসে ইয়াসিনের শট।

সেমিফাইনালে সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর।

প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এদিকে আজ ফেডারেশন কাপে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফেডারেশন কাপে শেখ জামাল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৫ সালে। সেবার তারা হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে। সবমিলিয়ে শেখ জামাল তিনবার ফেডারেশন কাপ জয় করেছে। অন্যদিকে বসুন্ধরা কিংস প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হারলেও গতবার রহমতগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ খবর