সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অ্যাথলেটিকসে সেরা নৌবাহিনী

জহির-শিরিনের ৪টি করে সোনা জয়

ক্রীড়া প্রতিবেদক

অ্যাথলেটিকসে সেরা নৌবাহিনী

বড় দুই খেলা ক্রিকেট ও ফুটবলে শিরোপার দেখা নেই। অবশ্য জনপ্রিয় দুই ডিসিপ্লিনে তারা খেলছেও না। কিন্তু ঘরোয়া আসরে যে সব ডিসিপ্লিনে অংশ নিচ্ছে সেখানে শুধুই নৌবাহিনীর জয়-জয়কার। ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর বৃহস্পতি তুঙ্গেই বলা যায়। একের পর এক সবাইকে পেছনে ফেলে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে। বিজয় দিবস কাবাডি, ভলিবল, বাস্কেটবল, হকিতে শিরোপার উৎসব করেছে তারা। বাদ রাখেনি প্রেসিডেন্ট কাপ ফেন্সিং ও সার্ভিসেস কাবাডি। ১৯৮২ সালে এক বছরেই ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের ১০ শিরোপা জেতার রেকর্ড আছে। সেই রেকর্ড নৌবাহিনীর পক্ষে ভাঙা সম্ভব না হলেও তারা যেভাবে বিজয় উৎসবে মাতছে। ক্রীড়াঙ্গনে স্বীকৃত অন্য বড় দলগুলোর পক্ষে সম্ভব হয়নি।

অ্যাথলেটিকস হচ্ছে খেলাধুলার নিউক্লিয়াস। এটা বিশ্বের অনেক নামি-দামী ফুটবলার ও ক্রিকেটাররা বলে আসছেন। কেননা এর মধ্যে থেকে খেলোয়াড়দের গতি সঞ্চার হয়। সেই অ্যাথলেটিকস ও দেশসেরা খেতাব পেয়েছে নৌবাহিনী। গতকাল তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকসের ছিল শেষ দিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ দিনে নতুন কোনো রেকর্ড হয়নি। অন্য সময়ে রেকর্ডের ছড়াছড়ি থাকলেও এবার হয়েছে মাত্র দুটি। এতেই করোনায় অ্যাথলেটদের করুণ দশা ফুটে উঠেছে। তবে নৌবাহিনীর জহির রায়হান ও শিরিন আক্তার ব্যক্তিগতভাবে ৪টি করে সোনা জেতে নজর কেড়েছেন। নৌবাহিনী ২১ সোনা, ১২ রৌপ্য, ১৩ ব্রোঞ্জ মোট ৪৬টি পদক জেতে জাতীয় অ্যাথলেটকসে চ্যাম্পিয়ন। বাংলাদেশ সেনাবাহিনী ১৩ সোনা, ২০ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ জেতে দ্বিতীয় স্থান দখল করে।

দল               সোনা     রৌপ্য     ব্রোঞ্জ    মোট

নৌবাহিনী         ২১      ১২        ১৩       ৪৬

সেনাবাহিনী      ১৩       ২০       ০৯       ৪২

আনসার          ০১       ০০       ০৫       ০৫

পুলিশ            ০১        ০০       ০০       ০১

সর্বশেষ খবর