মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের সোনা বাড়ছে?

সাউথ এশিয়ান গেমসের (এসএ) ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ সোনার পদক জিতেছিল ২০১৯ সালে। সেবার ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম গেমসে বাংলাদেশ ১৯টি সোনা জেতে। ১৪ মাস পেরোনোর পরও এ সংখ্যা আরও বাড়তে পারে। গেমসে মেয়েদের ভারোত্তোলনে ৮১ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন ভারতের শারস্তি সিং। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার সোনার পদকটি বাতিল করাটা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে। এই ইভেন্টে বাংলাদেশের জহুরা খাতুন নিশা স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৮ কেজি তুলে রৌপ্য জেতেন। যদি শারস্তির সোনা বাতিল হয় তাহলে সোনাটি হয়ে যাবে নিশার। বাংলাদেশের তখন সোনার সংখ্যা দাঁড়াবে ২০-এ। এ প্রসঙ্গে বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ তপন জানান, সাউথ এশিয়ান অলিম্পিক কমিটির সভায় বিষয়টি তোলা হবে। তবে সব কিছু নির্ভর করছে এন্টি ডোপিং এজেন্সি এবং রিজিওনাল এন্ডি ডোপিং অর্গানাইজেশন কি সিদ্ধান্ত দেবে তার ওপর। অবশ্য ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হলে তার পদক বাতিল হবে এটাই স্বাভাবিক। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিশ্চিত হতে পারছি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর