মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফেডারেশন বলছে এক ক্লাবগুলো আরেক

ফেডারেশন বলছে এক ক্লাবগুলো আরেক

হবে হবে করে শুধু আশার বাণীই শোনাচ্ছিল হকি ফেডারেশন। কিন্তু প্রিমিয়ার লিগ যে এবারও মাঠে গড়াচ্ছে না তা অনেকটা নিশ্চিত। গতকাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানালেন, আমরা তো চেষ্টার ত্রুটি রাখছি না। ক্লাবগুলোর আগ্রহ নেই বলে লিগ হচ্ছে না। অথচ কিছুদিন আগে তিনি বলেছিলেন, বাইলজ তৈরি করে ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছে। তারা খতিয়ে দেখার পরই লিগের কর্মসূচি ঘোষণা করব। এখন আবার তার ভিন্ন সুর। গত নির্বাহী কমিটির সভায় ফেডারেশনের সভাপতি লিগ শুরু করার তাগাদা দেন। এরপরও অনিশ্চয়তায় দুলছে। বড় তিন ক্লাব বলছে ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে খেলব কীভাবে?

আসলে কোনটি সত্য সেটাই বলা মুশকিল। প্রায় ৩ বছর ধরে প্রিমিয়ার লিগ বন্ধ। অনেক বড় বড় জটিলতার সমাধান দিলেও লিগের ব্যাপারে ফেডারেশন কেন যে নীরব সেটাই রহস্য।

সর্বশেষ খবর