বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরিবর্তন আনতে আদালতে মুরালিধরন

পরিবর্তন আনতে আদালতে মুরালিধরন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসসিএল) গঠনতন্ত্রের পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন দেশটির কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এক সঙ্গে ১২ জন আবেদন করেছেন।

লঙ্কান ক্রিকেট বোর্ড চলছে দেশটির টেস্ট মর্যাদা পাওয়ার আগের গঠনতন্ত্র দিয়ে। যা মুরালিধরনসহ অন্যান্যদের কাছে ত্রুটিপূর্ণ। গঠনতন্ত্রের দুর্বলতার কারণেই লঙ্কান ঘরোয়া লিগের কাঠামো খুবই নাজুক। এজন্য টেস্টে লঙ্কানদের যেভাবে আধিপত্য বিস্তার করার কথা সেভাবে পারছে না। তাই বাধ্য হয়েই আদালতে গেলেন মুরালিধরনরা।

ইতিমধ্যে আদালত লঙ্কান ক্রীড়া মন্ত্রী ও  ক্রিকেট বোর্ডকে নোটিস পাঠিয়েছে। আগামী ১৫ মার্চের মধ্যে নোটিসের জবাব দিতেও বলা হয়েছে।

সর্বশেষ খবর