বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা

‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ এক দিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের (১৭ মার্চ) এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধুর ত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা

বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ছিল গতকাল। গোটা দেশ জাতির পিতার জন্মদিন পালন করেছে বিনম্র শ্রদ্ধায়। হাজার মাইল দূরে নিউজিল্যান্ডে বসেও বাংলাদেশ ক্রিকেট দল শ্রদ্ধাচিত্তে স্মরণ করেছে জাতির পিতাকে। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সুদূর নিউজিল্যান্ডে বসে শ্রদ্ধা জানিয়েছেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে টাইগাররা এখন নিউজিল্যান্ডে। মঙ্গলবার সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে তামিম বাহিনী এখন ডানেডিনে। ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে সেখানে। কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প শেষে ক্রিকেটাররা এখন শেষ বেলার প্রস্তুতি নিচ্ছেন। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে। গতকাল অনুশীলন শেষে তামিম বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ এক দিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের (১৭ মার্চ) এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’ ভিডিওবার্তা ছাড়াও তামিম তার নিজস্ব ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতাকে। ফেসবুকে লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’

তৃতীয় সন্তানের পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সুদূর আমেরিকা থেকে শ্রদ্ধা জানিয়ে সাকিব লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’

ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পা রাখে। ক্রাইস্টচার্চে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিল। চারবার করোনা পরীক্ষা দিয়ে ক্রিকেটাররা পুরোপুরি মুক্ত হয়ে এখন সিরিজ খেলার অপেক্ষায়। করোনায় কোনো ক্রিকেটার আক্রান্ত না হলেও হাঁটুতে ব্যথা পেয়ে অনুশীলন ম্যাচ খেলেননি মোসাদ্দেক হোসেন সৈকত। অসুস্থ বোধ করায় খেলেন না  তামিমও। অবশ্য ২০ মার্চ প্রথম ওয়ানডের আগে দুজনই সুস্থ হয়ে যাবেন পুরোপুরি।

সর্বশেষ খবর