বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

জীবনের বিকল্প জুয়েল!

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের কোচ  বলেছেন, নেপালে তার মূল লক্ষ্য হচ্ছে দল গোছানো। অর্থাৎ যারা ভালো করবে সামনে তাদের জন্য জাতীয় দলের দরজা খোলা। প্রশ্ন হচ্ছে, যেখানে জাতীয় দল গঠন নিয়ে বিতর্ক উঠেছে, সেখানে তিনি কতটা আর গোছাতে পারবেন। জাতীয় দলের কারেন্ট ৯ ফুটবলার বাদ পড়েছেন। এটা হতেই পারে, পারফরম্যান্স ভালো না হলে অযথা নেওয়া হবে কেন? কিন্তু যে ২৫ জন ডাকা হয়েছে তারা কি সবাই যোগ্য? আশ্চর্য হলেও সত্যি, লিগে অধিকাংশ সময় সাইড বেঞ্চে বসে থাকা এমন খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। আবার পারফরম্যান্স করেও তৌহিদুল আলম সবুজ, জুয়েল রানা ও নূরুল আবছারকে কেন নেওয়া হলো না।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল চেয়ারম্যান আশরাফ আহমেদ চুন্ন বলেন, ‘জাতীয় দল গঠন নিয়ে তামাশা চলছে।’ পুলিশের জুয়েলকে নতুনভাবে ডাকা হয়েছে। এ নিয়ে প্রশ্ন নেই। যখন বলা হয়, নাবীব নেওয়াজ জীবনের বিকল্প হিসেবে ডাকা হয়েছে। তখন তার চেয়ে বড় হাস্যকর কী হতে পারে? স্বাধীনতার ৫০ বছরেও জাতীয় দল গঠন নিয়ে বিতর্ক উঠছে। যোগ্যতা যাচাই করে কখনও দল গঠন করা হয় না। এভাবে আর কত দিন?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর