বর্ণিল আয়োজনে যাত্রা হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের। নানা বর্ণের আলোর ঝলকানির মধ্যদিয়েই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ আয়োজনের জন্য বিওএসহ যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া থেকে গেমসের মশাল প্রজ্বালন করেছেন আপনারা। এজন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এই গেমসে যারা অংশ নিচ্ছেন, আপনারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ী হবেন।’ অলিম্পিক গেমসে অর্জন নিয়ে আসার মতো করে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। আন্তর্জাতিকমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমরা। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ক্রীড়াযজ্ঞ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করবে বলে মনে করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতকাল গেমসের মশাল প্রজ্বালন করেন দেশখ্যাত গলফার সিদ্দিকুর রহমান ও নারী সাঁতারে এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।
শিরোনাম
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা
প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর