বর্ণিল আয়োজনে যাত্রা হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের। নানা বর্ণের আলোর ঝলকানির মধ্যদিয়েই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ আয়োজনের জন্য বিওএসহ যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া থেকে গেমসের মশাল প্রজ্বালন করেছেন আপনারা। এজন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এই গেমসে যারা অংশ নিচ্ছেন, আপনারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ী হবেন।’ অলিম্পিক গেমসে অর্জন নিয়ে আসার মতো করে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। আন্তর্জাতিকমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমরা। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ক্রীড়াযজ্ঞ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করবে বলে মনে করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতকাল গেমসের মশাল প্রজ্বালন করেন দেশখ্যাত গলফার সিদ্দিকুর রহমান ও নারী সাঁতারে এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা
প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর