বর্ণিল আয়োজনে যাত্রা হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের। নানা বর্ণের আলোর ঝলকানির মধ্যদিয়েই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ আয়োজনের জন্য বিওএসহ যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া থেকে গেমসের মশাল প্রজ্বালন করেছেন আপনারা। এজন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এই গেমসে যারা অংশ নিচ্ছেন, আপনারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ী হবেন।’ অলিম্পিক গেমসে অর্জন নিয়ে আসার মতো করে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। আন্তর্জাতিকমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমরা। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ক্রীড়াযজ্ঞ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করবে বলে মনে করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতকাল গেমসের মশাল প্রজ্বালন করেন দেশখ্যাত গলফার সিদ্দিকুর রহমান ও নারী সাঁতারে এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা
প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর