শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা

প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা

ক্রীড়া প্রতিবেদক

বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা

বর্ণিল আয়োজনে যাত্রা হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের। নানা বর্ণের আলোর ঝলকানির মধ্যদিয়েই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ আয়োজনের জন্য বিওএসহ যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া থেকে গেমসের মশাল প্রজ্বালন করেছেন আপনারা। এজন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়।  করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এই গেমসে যারা অংশ নিচ্ছেন, আপনারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ী হবেন।’ অলিম্পিক গেমসে অর্জন নিয়ে আসার মতো করে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। আন্তর্জাতিকমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমরা। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ক্রীড়াযজ্ঞ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করবে বলে মনে করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতকাল গেমসের মশাল প্রজ্বালন করেন দেশখ্যাত গলফার সিদ্দিকুর রহমান ও নারী সাঁতারে এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।

সর্বশেষ খবর