বর্ণিল আয়োজনে যাত্রা হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের। নানা বর্ণের আলোর ঝলকানির মধ্যদিয়েই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ আয়োজনের জন্য বিওএসহ যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া থেকে গেমসের মশাল প্রজ্বালন করেছেন আপনারা। এজন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এই গেমসে যারা অংশ নিচ্ছেন, আপনারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ী হবেন।’ অলিম্পিক গেমসে অর্জন নিয়ে আসার মতো করে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। আন্তর্জাতিকমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমরা। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ক্রীড়াযজ্ঞ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করবে বলে মনে করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতকাল গেমসের মশাল প্রজ্বালন করেন দেশখ্যাত গলফার সিদ্দিকুর রহমান ও নারী সাঁতারে এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।
শিরোনাম
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের যাত্রা
প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সবাই ছিল খেলা প্রিয়। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে খেলা পরিচালনা করার আহ্বান জানান শেখ হাসিনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
