শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সেমিতে পিএসজির সামনে ম্যানসিটি

♦ প্রথম লেগ : ২৯ এপ্রিল
♦ দ্বিতীয় লেগ : ৫ মে

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের এখন অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা জেতা শুধু সময়ের অপেক্ষা পেপ গার্ডিওলার দলের। দলটি এবার স্বপ্ন দেখছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের। স্বপ্ন পূরণের আর দুটি ধাপ বাকি গার্ডিওলা বাহিনীর। দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে (২-১ করে দুই লেগে) হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে। ফাইনালে উঠার লড়াইয়ে ম্যান সিটির প্রতিপক্ষ নেইমার, এমবাপ্পের দল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গতবারের ফাইনালিস্ট পিএসজি এবার সেমিতে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ছিটকে। প্রথম লেগে ফরাসি ক্লাবটি অ্যাওয়ে ম্যাচে জিতেছিল ৩-২ গোলে। দ্বিতীয় লেগে ঘরে মাঠে হেরে যায় ০-১ গোলে। অ্যাওয়ে গোলের সুবাদেই দলটি সেরা চারে জায়গা করে নেয়। ম্যান সিটি গত তিন আসর কোয়ার্টার ফাইনালের গণ্ডি ডিঙাতে পারেনি। এবার ঘরের ম্যাচে ২-১ গোলে জিতে এগিয়ে গিয়েছিল এক ধাপ। কিন্তু পরশু রাতে বুরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে গোল করলে শঙ্কার সৃষ্টি হয়। জুড বেলিংহ্যাম গোল করলে অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে চলে যেত সেমিতে। কিন্তু শেষ দিকে পেনাল্টিতে মাহরেজ ও ফোডেন গোল করলে দুই ম্যাচ জিতেই প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানসিটি। 

সর্বশেষ খবর