সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
ক্লাব প্রতিনিধির সঙ্গে বৈঠক

পেশাদার লিগ শুরুর তাগাদা

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগ শুরুর তাগাদা

দ্বিতীয় লেগের শিডিউল ঠিক হয়নি। তবে এবার পেশাদার ফুটবল লিগ বাতিল হবে না তা নিশ্চিত বলা যায়।

গতকাল বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে ১৩টি ক্লাব প্রতিনিধিদের  ভার্চুয়ালি সভা হয়। সেখানে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্র সহ প্রতিটি ক্লাবই দ্বিতীয় লেগ শুরু করার তাগাদা দিয়েছে। ক্লাবগুরোর একটাই বক্তব্য করোনা ভাইরাসেও যদি অন্য দেশে ফুটবল হতে পারে তাহলে বাংলাদেশে সমস্যা কোথায়। লকডাউনের মেয়াদ যদি বেড়েও থাকে তারপরও সরকারের সঙ্গে আলোচনা করেই বিশেষ ব্যবস্থায় লিগ শুরুর পরামর্শ দিয়েছে সালাম মুর্শেদীকে।

ভার্চুয়ালি সভায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, করোনায় গোটা বিশ্ব আতঙ্কিত তারপরও ইংলিশ, লা-লিগা, বুন্দেস লিগা ইউরোপের প্রতিটি দেশে ফুটবল মাঠে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিও চলছে। বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনেইতো এসব হচ্ছে। তাহলে আমাদের ফুটবলাররা বসে থাকবে কেন? ২১ এপ্রিলের সভায় সিদ্ধান্ত হতে পারে মে মাসের শুরু থেকে লিগ শুরু করা। এতে এফসি কাপের আগে প্রত্যেক দলের ৩/৪ টি ম্যাচ হয়ে যাবে। এমন মতামত দিয়েছেন শেখ রাসেলের পরিচালক (ক্রীড়া) সালেহ জামাল সেলিম। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসও দ্রুত লিগ শুরু করার পক্ষে। অন্যদের একই সুর।

সালাম মুর্শেদী বলেন, বৈঠক খুবই সন্তোষজনক হয়েছে। ফুটবলের বৃহত্তর স্বার্থে সবাই মাঠে ফুটবল চায়। সবার মতামত পেয়েছি। এখন লকডাউন চললেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে আলাপ করব। আমরা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে লিগ শুরু করব তা তাকে জানাব। সারা দুনিয়াতেই স্বাস্থ্যবিধি মেনে ফুটবল চলছে। আমার বিশ্বাস সরকার অনুমতি দেবেই। সবুজ সংকেত পেলে এ মাসে সম্ভব না হলেও মে মাসের শুরুতে দ্বিতীয় লেগ শুরু করা যাবে। ক্লাবগুলোর সঙ্গে পরবর্তীতে যে সভা আছে আশা করি সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারব। সামনে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে। ফুটবলারদের মাঠে রাখাটা খুবই জরুরী। লিগ এবার শেষ হবেই এ নিশ্চয়তা দিতে পারি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর