বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রিয়ালের মাঠে চেলসির উল্লাস

ক্রীড়া ডেস্ক

রিয়ালের মাঠে চেলসির উল্লাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চেলসি। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় চেলসি। ব্লুজদের পক্ষে ১৪ মিনিটে গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। তবে সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ২৯ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে জিনেদিন জিদানের দল। অ্যাওয়ে ম্যাচে গোল পাওয়ায় সুবিধাজনক অবস্থানে আছে চেলসি। পরের লেগে নিজেদের মাঠে গোল শূন্য ড্র করলেই ফাইনাল খেলবে থমাস টুখেলের দল।

রিয়াল মাদ্রিদের মাঠে ঝুম বৃষ্টির মধ্যেই খেলতে হয়েছে চেলসিকে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল চেলসি। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলেছে। রিয়ালের বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড তার পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নামেন ম্যাচের ৬৬ মিনিটে। তবে রিয়ালকে জয় উপহার দিতে পারেননি। ড্রয়ের পর চেলসি কোচ থমাস টুখেল বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আরও একটা গোল করা উচিত ছিল।’ অবশ্য ড্রতেই খুশি রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘ম্যাচে একদম ঠিক ফলটাই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’

চলতি মৌসুমে জিনেদিন জিদানকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়েছে। বার বার ইনজুরিতে পড়েছে তার সেরা ফুটবলাররা। সার্জিও রামোস এখনো ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে।

সর্বশেষ খবর