সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

চেনা জামালের অচেনা রূপ!

ক্রীড়া প্রতিবেদক

চেনা জামালের অচেনা রূপ!

বাংলাদেশের ফুটবলে বড্ড আকাল চলছে। নতুন কোনো খেলোয়াড়ের সন্ধান মিলছে না। জাতীয় দল তো আছেই ঘরোয়া ফুটবলে এখন দল গড়তে হিমশিম খেতে হচ্ছে। তারপরও মানসম্পন্ন কিছু ফুটবলার আছেন যাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। দেশের সেরা ফুটবলারদের মধ্যে জামাল ভূঁইয়ার নামটি সবার আগে আসবে এ নিয়ে সংশয় নেই। প্রায় ৯ বছর ধরে ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার জাতীয় ও ঘরোয়া আসরে খেলে মাঠ কাঁপাচ্ছেন। অনেকে বলেন, এমন মানের ফুটবলার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। প্রবাসী হয়েও জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। যা বাংলাদেশের ফুটবলে আগে ঘটেনি।

দেশ ও বিদেশে জামাল প্রশংসা কুড়াচ্ছেন। অল্প দিনের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছেন। ক্রিকেটে যেমন সাকিব আল হাসান। তেমনি ফুটবলে জামালের নামটি উচ্চারিত হচ্ছে। তাকে বলা হয় বাংলাদেশের ফুটবলে নিউক্লিয়াস। কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলেও সুনাম কুড়িয়েছেন।

আইলিগে খেলায় সাইফ স্পোর্টিংয়ের হয়ে প্রথম লেগ খেলা হয়নি জামালের। ফেডারেশন কাপে রানার্স আপ হলেও লিগে দলটি জ্বলে উঠতে পারছে না। জামাল আসায় অনেকের ধারণা ছিল দ্বিতীয় লেগে সাইফ ঘুরে দাঁড়াবে। অথচ দলটির হ-য-ব-র-ল অবস্থা। টানা তিন ম্যাচে একটি ড্র ও দুটিতে হেরেছে। জামাল থাকা অবস্থায় চট্টগ্রাম আবাহনীর কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয়েছে সাইফ। তিন ম্যাচেই জামাল নিজের নামের সুবিচার করতে পারেনি। তবে তিন ম্যাচ দেখেই এক জনের পারফরম্যান্সের বিচার করা ঠিক হবে না। তবুও জামাল বলে যত কথা। মাঠে চেনা জামালকে অচেনা মনে হচ্ছে কেন? তেজীর বদলে তাকে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। সামনে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। তাই অচেনা জামালকে দেখে চিন্তিত ফুটবলপ্রেমীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর