মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

‘দায়িত্ব নিয়ে খেলতে হবে’

সাদা বলে (ওয়ানডে) আমরা একটি ভালো দল। বিশেষ করে ৫০ ওভারের ম্যাচে ঘরের মাঠে আমরা খুব ভালো একটি দল। সিরিজে একটি পূর্ণ শক্তির দল পাব

ক্রীড়া প্রতিবেদক

‘দায়িত্ব নিয়ে খেলতে হবে’

ঈদের আগে শেষ অনুশীলন করলেন ক্রিকেটাররা। গতকাল শেষ দিনের অনুশীলনের সময় তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, লিটনরা জানতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিল্ডিং কোচ রায়ান কুক থাকবেন না। স্ত্রীর মাতৃত্বকালীন জটিলতার কারণে ছুটি চেয়েছেন। বিসিবিও ছুটি মঞ্জুর করেছে। এর আগে শ্রীলঙ্কা সফর করে ঢাকায় আসেননি টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন। ওয়ার্ল্ড সুপার সিরিজে গিবসনকেও পাচ্ছেন না তামিমরা। ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে তিন ওয়ানডে। শ্রীলঙ্কা সফরের টিম লিডার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সিরিজে বাংলাদেশ ফেবারিট। তামিম বাহিনীর অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন দাস সেই পথে হাঁটেননি। শ্রীলঙ্কাকে সমশক্তির দল বলে সতীর্থদের অনুরোধ করেছেন সিরিজে স্মার্ট ক্রিকেট খেলতে, ‘সাদা বলে শ্রীলঙ্কা ভালো দল। তারা আমাদের সমশক্তির দল। সাফল্য পেতে আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। ম্যাচকে নিজের করতে হলে পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে।’

কিছুদিন আগে শ্রীলঙ্কায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে বাংলাদেশ। সফরে টাইগার ক্রিকেটাররা ৩দিনের কোয়ারেন্টাইনে থাকার পরের চার দিন নিজেদের মধ্যে অনুশীলন করেন। সফরে শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয়টি হেরে যায়। আইপিএলের জন্য সফর করেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনেই এবার ওয়ানডে সিরিজে খেলবেন। পূর্ণ শক্তির দল খেলবে বলে আত্মবিশ্বাসী টাইগাররা, বলেন লিটন, ‘সাদা বলে (ওয়ানডে) আমরা একটি ভালো দল। বিশেষ করে ৫০ ওভারের ম্যাচে ঘরের মাঠে আমরা খুব ভালো একটি দল। সিরিজে একটি পূর্ণ শক্তির দল পাব।’ ৬ ম্যাচে ৩ জয় ও সমান ৩ হারে ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ওয়ার্ল্ড সুপার সিরিজে ৬ নম্বরে। ৪০ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে ইংল্যান্ড। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।

সিরিজ জয়ের টার্গেটেই খেলবেন লিটনরা। তবে সাফল্য পেতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন ৪২ ওয়ানডেতে ৯১.৬৬ স্ট্রাইক রেটে  ১১৫৫ রান করা লিটন, ‘সাফল্য পেতে দলের সব ক্রিকেটারকে রোল প্লে করতে হবে। সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি, তাহলে বিশ্বের যে কোনো দলকে হারানো সম্ভব।’ গেল ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিমরা। কিন্তু ভালো ব্যাটিং করেননি লিটন।

নিউজিল্যান্ড সফরে আবার হোয়াইটওয়াশ হয়। সেখানেও পুরোপুরি ব্যর্থ ছিলেন লিটন। তাই এবার মরিয়া পারফরম্যান্স করতে। সাফল্য পেতে একটি পরিকল্পনাও করেছেন সাদা বলের ওপেনার লিটন। পরিকল্পনা মতো অনুশীলনও করছেন, ‘নিজের খেলাটা ভালো বুঝি। সাদা বলে ওপেন করি। তাই প্রথম ১০ ওভার ব্যাটিং করা খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথম ১০ ওভার ঠিকমতো ব্যাটিং করতে পারি, তাহলে পরের ১৫-৪০ ওভার ব্যাটিং করা আমার জন্য খুবই সহজ। জিম্বাবুয়ে সিরিজে বুঝেছি আমার সামর্থ্য রয়েছে লম্বা ব্যাটিং করার।’              

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর