শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে দাপুটে ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক

ওয়ার্ল্ড সিরিজ খেলতে শ্রীলঙ্কা এখন ঢাকায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২৩ মে। মূল লড়াইয়ে নামার আগে গতকাল বিকেএসপিতে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তামিম ইকবালের বিসিবি লাল ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সবুজ দলকে। ম্যাচ শেষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন টিম ম্যানেজমেন্ট। ম্যাচে ব্যাটিং প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, আফিফ হোসেনরা। তবে ভালো বোলিং করতে পারেননি মূল স্কোয়াডের বোলাররা। আইপিএল খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব ব্যাটিংয়ে ২৮ রান ও বোলিংয়ে ৬ ওভারে ৪৫ রানের খরচে নেন ১ উইকেট। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে সবুজ দল নাঈম শেখের ৩৮, সৌম্যর ৬০, সাকিবের ২৮, মাহমুদুল্লাহর ৬২ ও আফিফের ৬৪ রানে ভর করে ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান করে। সৌম্য ৬০ রান করেন ৭০ বলে। মাহমুদুল্লাহ ৫৪ বলে ৬২ ও আফিফ ৫৪ বলে ৬৪ রান করেন। তিনজনই স্বেচ্ছা অবসর নেন। ২৮৫ রানের টার্গেটে ৪ ওভার আগেই ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে জয় নিশ্চিত করে তামিম বাহিন। অধিনায়ক তামিম দুর্দান্ত ব্যাটিং করে ৫৮ বলে ৮০ রান করেন। মুশফিক ৬৪ রান করেন ৫৫ বলে।          

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি সবুজ

২৮৪/৩, ৪৫ ওভার (নাঈম ৩৮ (রিটায়ার্ড হার্ট), সৌম্য ৬০ (রিটায়ার্ড হার্ট), সাকিব ২৮, মিথুন ৩, মাহমুদুল্লাহ ৬২ (রিটায়ার্ড হার্ট) আফিফ ৬৪ (রিটায়ার্ড হার্ট), মিরাজ ১৭, আমিনুল ৩*। মুস্তাফিজ ৭-০-৪৮-০, সাইফুদ্দিন ৯-০-৬৫-০, মিরাজ ৯-০-৪০-২, শরিফুল ৭-০-৪৫-১, মোসাদ্দেক ৮-১-৩৮-০, নাসুম ৫-০-৪৪-০)।

বিসিবি লাল

২৮৮/৫, ৪১ ওভার (তামিম ৮০, লিটন ১৫, ইমরুল ৩৩, মুশফিকুর (রিটায়ার্ড হার্ট) ৬৪, নাজমুল ৯, মোসাদ্দেক ২৮, মিরাজ ২৪ (রিটায়ার্ড হার্ট), সাইফুদ্দিন ২৬। তাসকিন ৬-০-৪৫-০, শহিদুল৩-০-২৩-০, সাকিব ৬-০-৪৫-১, মিরাজ ৭-০-৫২-০, মাহমুদুল্লাহ ৫-০-২৯-২, তাইজুল ৬-১-২১-১, আমিনুল ৩-০-৩৪-০, আফিফ ২-০-৯-০, সৌম্য ৩-০-২৮-০)।

সর্বশেষ খবর