শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

ব্রাজিল ৪-০ পেরু

ব্রাজিল ৪-০ পেরু

সাম্বার ছন্দে নেইমাররা

আগের ম্যাচে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান অধিনায়ক কাসেমিরো বলেছিলেন, হলুদ জার্সির একটা দাবি আছে। সেই দাবি হলো, প্রতিটা ম্যাচেই জয় ছিনিয়ে নেওয়া। হলুদ জার্সিধারীরা তাই করে চলেছেন কোপা আমেরিকায়। নেইমাররা সাম্বার ছন্দ নিয়ে ঝড়ের গতিতে ছুটতে শুরু করলে প্রতিপক্ষ ডিফেন্স লাইন যেন অসহায় হয়ে পড়ে। গতবারের ফাইনালিস্ট পেরুর জালে ৪ গোল দিয়ে সিলেকাওরা বুঝিয়ে দিলেন, কোপা আমেরিকায় এবারেও তারাই শীর্ষ ফেবারিট। সব ধরনের খেলায় এ নিয়ে টানা ৯ ম্যাচে জিতল তিতের দল। সর্বশেষ হলুদ জার্সিধারীরা হেরেছে ২০১৯ সালের নভেম্বরে। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। পেরুকে হারিয়ে কোপা আমেরিকায় নকআউট পর্ব নিশ্চিত করে নিলেন নেইমাররা। বি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।

 

প্রতিশোধ নিতে পারল না পেরু

দীর্ঘদিন পর ২০১৯ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল পেরু। ১৯৭৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচানোর সুযোগ হারায় পেরু ৩-১ গোলে ব্রাজিলের কাছে হেরে। ২০১৯ সালেরই সেপ্টেম্বরে লসঅ্যাঞ্জেলসে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেয় পেরু। কিন্তু কোপা আমেরিকা ফাইনালের প্রতিশোধ নেওয়ার ম্যাচে আবারও বড় ব্যবধানে হারল তারা। ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা গ্রুপ পর্বে। কিন্তু তাও পারল না। ব্রাজিলের কাছে এবারে হারল ৪-০ গোলে। কোপা আমেরিকায় এবার হার দিয়ে শুরু করল পেরু। অবশ্য আরও তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। নকআউট পর্বে খেলতে হলে সামনের ম্যাচগুলোতে সতর্ক হয়েই খেলতে হবে গতবারের ফাইনালিস্টদের।

 

প্রথম গোল

১২ মিনিট

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি বক্সের ভিতরেই ডান পাশ থেকে গ্যাব্রিয়েল জেসুসের মাইনাসে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন জুভেন্টাসে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স স্যানড্রো। গোলটা করার সময় গোলরক্ষকসহ পেরুর মোট আটজন ফুটবলার ছিলেন ডি বক্সে। কিন্তু অ্যালেক্সের গোল রুখতে পারেননি তারা।

 

দ্বিতীয় গোল

৬৮ মিনিট

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আধিপত্য। ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন পিএসজি তারকা নেইমার। ম্যানইউতে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডের পাসে বল পেয়ে ডি বক্সের কয়েক গজ দূর থেকে মাটিতে গড়ানো শটে গোল করেন নেইমার। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সিতে ৬৮ গোল করলেন তিনি।

 

তৃতীয় গোল

৮৯ মিনিট

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোতে খেলছেন এভারটন রিভেইরো। ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছে ২০১৪ সালে। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি এ মিডফিল্ডার। হলুদ জার্সিতে ১২তম ম্যাচ খেলতে নেমে প্রথম গোল করলেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে রিচার্লিসনের পাসে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন এভারটন।

 

চতুর্থ গোল

৯০+৩ মিনিট

এভারটনে খেলা ফরোয়ার্ড রিচার্লিসন ব্রাজিলের চতুর্থ গোলটি করেন ম্যাচের যোগ করা সময়ে। পেরুভিয়ান গোলরক্ষক পেদ্রো গেলেসের হাতে লেগে ফিরে আসা বল পেয়ে শট নেন রিচার্লিসন। প্রথমবার পেরুর ডিফেন্ডার শটটা রুখে দিলেও দ্বিতীয় শটে গোল করেন তিনি। ব্রাজিলের জার্সিতে ২৭তম ম্যাচ খেলতে নেমে ১০ নম্বর গোল করলেন রিচার্লিসন।

 

নেইমার ব্রাজিলের জার্সিতে ৬৮তম গোল করলেন। আর মাত্র ৯ গোল করলেই তিনি স্পর্শ করবেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড। পেলে ৭৭ গোল নিয়ে সবার ওপরে। তিন নম্বরে আছেন রোনাল্ডো (৬২ গোল)।

ব্রাজিলের বিপক্ষে পেরু সর্বশেষ জয় পেয়েছে ২০১৯ সালে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ২০১৬ সালের কোপা আমেরিকায় সিলেকাওদের হারিয়েছিল পেরু। গত বছরের অক্টোবরেও ব্রাজিলের বিপক্ষে ৪ গোল হজম করেছে তারা।

কোপা আমেরিকায় দুই ম্যাচে ৭ গোল করল ব্রাজিল (ভেনেজুয়েলাকে ৩-০ ও পেরুকে ৪-০ হারিয়েছে)। নকআউট পর্ব নিশ্চিত করে নিল সিলেকাওরা। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে ঠিক পথেই ছুটছে তিতের দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর