সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

মুশফিকের ঝড়ো ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ঝড়ো ব্যাটিং

মাঠে গড়িয়েছে টি-২০ ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। শুরু হলেও বৃষ্টিতে প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপের প্রথম ম্যাচটি হতে পারেনি। দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মোহামেডানকে লড়াইয়ের সুযোগ দেয়নি মুশফিকের আবাহনী। লিগ পর্বে জিতেছিল মোহামেডান। সন্ধ্যার খেলায় প্রথমে ব্যাট করে আবাহনী ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান করেছে। অধিনায়ক মুশফিক অপরাজিত থাকেন ৫৭ রানে। মুনিম শাহরিয়ার ৪৩ রান করেন।

দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে। সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ১৬৫ রানের টার্গেট শেখ জামাল টপকে যায় ১১ বল হাতে রেখে। জামালের জয়ের নায়ক সৈকত আলী খেলেন ৬০ রানের ইনিংস। এছাড়া নুরুল হাসান সোহান ৪৪ ও ইমরুল ৪৪ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর