বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

স্কোয়াশের ব্যতিক্রমী উদ্যোগ

ক্রীড়া প্রতিবেদক

স্কোয়াশের ব্যতিক্রমী উদ্যোগ

করোনা মহামারীতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র‌্যাকেট ফেডারেশন। তারকা খেলোয়াড়ের মাধ্যমে ছিন্নমূল, রিকশাচালক তথা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই দেশের প্রতি আমাদের সবার দায়িত্ব আছে। সেই জায়গা থেকেই করোনার মধ্যে আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। অনেক বড় বড় ফেডারেশনও যা করেনি আমরা তাই করছি।’

আগামীকাল শুরু হচ্ছে স্কোয়াশের লড়াই। গতকাল ‘মুজিববর্ষ উর্মী গ্রুপ স্কোয়াশ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গোপালগঞ্জের ১২৭ প্রতিযোগী আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবেন। মহিলা ও পুরুষ আলাদা গ্রুপে অংশগ্রহণ করবেন। গ্রুপগুলো হচ্ছে উন্মুক্ত পুরুষ (সুপার ডিভিশন), উন্মুক্ত মহিলা, প্রথম বিভাগ (পুরুষ), মার্কার এবং মেম্বার গ্রুপ।

১৯ বছর ও ১৫ বছরের নিচের খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে বয়সভিত্তিক প্রতিযোগিতা থাকছে।

সর্বশেষ খবর