বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

শিরোপার অপেক্ষায় ব্রাজিল

ব্রাজিল ১ : ০ পেরু

ক্রীড়া ডেস্ক

শিরোপার অপেক্ষায় ব্রাজিল

ব্রাজিলের খেলা মানেই প্রতিপক্ষের টার্গেটে থাকেন নেইমার

কোপা আমেরিকায় আরও একবার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। গতকাল রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে তারা পেরুকে ১-০ গোলে হারিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো ল্যাটিন আমেরিকান ফুটবলে সেরা হওয়ার লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করল তিতের দল। ফাইনালে তাদের দেখা হতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে!

নেইমার বারবার ফাউলের শিকার হয়েও দারুণ ফুটবল উপহার দিলেন। একের পর এক আক্রমণ করেছেন পেরুর ডিফেন্সে। তৈরি করেছে অসংখ্য ফাঁকফোকর। তবে সতীর্থদের ব্যর্থতায় গোল হচ্ছিল না। ম্যাচের ৩৫তম মিনিটে নেইমারের দারুণ এক পাসে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন লুকাস পাকুয়েতা। এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আগের ম্যাচে চিলির বিপক্ষেও লুকাস পাকুয়েতার গোলেই জয় পেয়েছিল ব্রাজিল।

টানা দুই ম্যাচে পাকুয়েতাকে দারুণ খেলতে দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমারও। ফাইনাল নিশ্চিত হওয়ার পর নেইমার বলেন, ‘পাকুয়েতার দারুণ ফুটবলার। প্রতি ম্যাচেই সে আরও ভালো পারফর্ম করছে। ক্লাবে ভালো খেলেছে। ব্রাজিলেও নিজেকে একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে প্রমাণ করেছে।’ পাকুয়েতা অবশ্য দলের জয়েই খুশি। এবার ফাইনাল জিততে পারলেই হলো!

গতকাল দারুণ একটা রেকর্ড হলো তিতের অধীন ব্রাজিলের। কোপা আমেরিকায় দলটা টানা ১২ ম্যাচ অপরাজিত (৯টি জয় ও ৩টি ড্র)। কিংবদন্তি মারিও জাগালোর রেকর্ড স্পর্শ করলেন তিতে। জাগালোর অধীনে ব্রাজিল কোপা আমেরিকায় টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল (১০টি জয় ও ২টি ড্র)।

কোপা আমেরিকার ফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার। সব বাধা পেরিয়ে ব্রাজিল ফাইনালে পৌঁছে গেছে। আজ সকালে মেসিরা জিতলেই আরও একবার কোপা আমেরিকার ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখবেন সুপারক্ল্যাসিকোর লড়াই। এর আগে কোপা আমেরিকায় ১০ বার চ্যাম্পিয়ন ও রানার্সআপের ট্রফি ভাগাভাগি করেছে আর্জেন্টিনা (৮ বার) ও ব্রাজিল (২ বার)।

সর্বশেষ খবর