রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশের অলিম্পিক শেষ আজ

৪০০ মিটার হিটে জহির

ক্রীড়া প্রতিবেদক

৪০০ মিটার হিটে জহির

অলিম্পিকে বাংলাদেশের মিশন শেষ হচ্ছে আজ। ওয়াইল্ড কার্ড থেকে সুযোগ পাওয়া অ্যাথলেট জহির রায়হান ৪০০ মিটার দৌড়ে হিটে অংশ নেবেন। তিনি ৩ নম্বর লেনে থাকছেন। বারবাডোস, ব্রাজিল, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কঙ্গো, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা এ হিটে থাকছেন।

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে মিলজার হোসেন শেষবারের মতো ৪০০ মিটারে অংশ নেন। জহিরকে টোকিওতে পাঠানো নিয়ে বিতর্কও হয়েছে। দ্রুততম মানবই মূলত ওয়াইল্ড কার্ড পান। এবার অ্যাথলেটিকস ফেডারেশন তোয়াক্কা না করে হঠাৎ করে জহিরকে বেছে নেয়। জহির বলেন, হিটে টিকে থাকাটা অসম্ভব। তবে চেষ্টা করব নিজের সেরা টাইমিংয়ে দৌড় শেষ করা। শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি চরম ব্যর্থতার পরিচয় দিলেও আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ নিজেদের সেরা টাইমিং গড়ে অলিম্পিক থেকে বিদায় নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর