সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের অলিম্পিক শেষ

বাংলাদেশের অলিম্পিক শেষ

আরেকটি হতাশায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক গেমস। ১৯৮৪ সাল থেকে বিশ্বসেরা এ গেমসে অংশ নিলেও কখনো পদক জেতা হয়নি। এবার অবশ্য আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে নিয়ে আশা জেগেছিল। দুই আর্চার যতটুকু করেছেন সেটাই অলিম্পিক ইতিহাসে বাংলাদেশের বড় প্রাপ্তি। কিন্তু পদক না জেতার আফসোসটা থেকেই গেল। গতকাল অ্যাথলেটিক্সে জহির রায়হানের চরম ব্যর্থতায় টোকিও অলিম্পিক শেষ হয়ে গেল বাংলাদেশের।

৪০০ মিটার হিটে ৪৭ জনের মধ্যে ৪৪তম হয়েছেন। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে। প্রশ্ন হচ্ছে এ লজ্জা কি শুধু ক্রীড়াবিদদের। কর্মকর্তারা কতটুকু গুরুত্ব দেন অলিম্পিককে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর