রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ওপেনিং জুটি ফের ব্যর্থ

ক্রীড়া প্রতিবেদক

ওপেনিং জুটি ফের ব্যর্থ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। তিন ম্যাচ সিরিজে দুজনে  হাফ সেঞ্চুরি করেছিলেন। অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওপেনার পুরোপুরি ব্যর্থ। পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে গতকাল সেরা পারফরম্যান্স ছিল দুই ওপেনারের। ৩.৩ ওভারে ২৪ রান যোগ করেন স্কোর কার্ডে। চলতি সিরিজে এখন পর্যন্ত এটাই সেরা ওপেনিং জুটি। প্রথম টি-২০ ম্যাচে ১৫ রান করেছিল ৩.৩ ওভারে। দ্বিতীয় ম্যাচে ৯ রান ছিল ওপেনিং জুটিতে ২.২ ওভারে এবং তৃতীয় ম্যাচে ১.৬ ওভারে ৩ রান করেছিলেন দুই ওপেনার সৌম্য ও নাঈম। গোটা সিরিজেই টানা ব্যর্থ দুই ওপেনার। জিম্বাবুয়ে সিরিজে দুই হাফসেঞ্চুরিতে ১২৬ রান করা সৌম্য এখন পর্যন্ত ডাবল ডিজিট স্পর্শ করতে পারেননি। গতকাল এক ছক্কায় সর্বোচ্চ ৮ রান করেন ১০ বলে। আগের তিন ম্যাচে তার রান ছিল যথাক্রমে ২, ০ ও ২। তবে সতীর্থ সৌম্যর মতো পুরোপুরি ব্যর্থ ছিলেন না নাঈম। গতকাল ২৮ রান করেন  ৩৬ বলে ২ চারে। আগের তিন ম্যাচে রান করেন যথাক্রমে ৩০, ৯ ও ১ রান। দুই ওপেনার ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিততে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। দলগত পারফরম্যান্সে প্রথম তিন ম্যাচে জয় পায় যথাক্রমে ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে। গতকাল ওপেনিং জুটির ব্যর্থতায় সিরিজে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর করে টাইগাররা। ২০ ওভারে মাহমুদুল্লাহ বাহিনীর সংগ্রহ ছিল ৯ উইকেটে ১০৪ রান।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর