প্রিমিয়ার হকি লিগে তিন জায়ান্ট মোহামেডান, আবাহনী ও মেরিনার্স শক্তিশালী দল গড়ছে। বিশেষ করে শিরোপা ধরে রাখতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান উঠেপড়ে লেগেছে। জাতীয় দলের সহ-অধিনায়ক আশরাফুল ইসলাম ও ফরোয়ার্ড সারোয়ারকে আবাহনী থেকে দলে নেওয়া নিশ্চিতও করে ফেলেছে। বাহিনী কোটার পাঁচজনকে নেওয়ার পাশাপাশি আশরাফুল, সারোয়ার ও মেরিনার্সের কৌশিককেও পাচ্ছে সাদা-কালোরা। পুরনোদের মধ্যে রাসেল মাহমুুদ জিমি, ইমরান হাসান পিন্টুকে ধরে রাখছে।
ঢাকা আবাহনী নিজেদের সিটুল, আরশাদ ও রোমানকে নিশ্চিত করেছে। মেরিনার্স থেকে পাচ্ছে মাহবুবকে।