রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোহিত শর্মার সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

রোহিত শর্মার সেঞ্চুরি

প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছিলেন মাত্র ১১ রানে। দ্বিতীয় ইনিংসে সেই ব্যর্থতা পুষিয়ে রোহিত শর্মা খেলেন ৩ অঙ্কের জাদুকরী ইনিংস। ওপেনার রোহিতের ৪৩ টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ওভালে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭০। আজ চতুর্থ দিন ১৭০ রানে এগিয়ে খেলতে নামবে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ১৯১। স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ২৯০ রান। ৯৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে দুই ভারতীয ওপেনার রোহিত ও লোকেশ রাহুল ৮২ রানের জুটি গড়েন। রাহুল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। এরপর রোহিত ও চেতেশ্বর পুজারা দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৪ রান। দলীয় ২৩৬ রানে পুল খেলতে গিয়ে রোহিত সাজঘরে ফেরেন। ১২৭ রানে ইনিংসটি খেলতে ভারতীয ওপেনার বল খরচ করেন ২৫৬টি। যাতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। ১ রানের ব্যবধানে ফেরেন পুজারা ব্যক্তিগত ৬১ রানে। ইনিংসটি খেলেন পুজারা ১২৭ বলে ৯ চারে। ২ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা ভারতকে টেনে নিয়ে যান অধিনায়ক বিরাট কোহলি ও নাইটওয়াচম্যান রবীন্দ্র জাদেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর