রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মাঠ ভালো তো সব ভালো

ক্রীড়া প্রতিবেদক

গত মাসে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপ ডি গ্রুপের ম্যাচ খেলে দর্শকদের মুগ্ধ করেছিল বসুন্ধরা কিংস। টানা তিন ম্যাচ অপরাজিত থেকে দেশে ফিরেছে দলটা। এই স্টেডিয়ামেই সামনের মাসে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ। এএফসি কাপ আয়োজনের সময় স্টেডিয়ামের নানান সমস্যার কথা উঠে এসেছিল মিডিয়ায়। সাফ চ্যাম্পিয়নশিপে এসব সমস্যা থাকবে না বলেই মনে করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘আমাদেরকে আগে দেখতে হবে মাঠটা কেমন। মাঠ ভালো, তো সব ভালো।’ মালদ্বীপের কাছে আরও বেশ কিছু বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে। হেলাল বলেন, ‘স্টেডিয়ামে প্রেসবক্সসহ অন্যান্য দিকগুলো দ্রুতই সংস্কার করার কথা দিয়েছে মালদ্বীপ। তারা একটি সফল সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বলেই আশা করি।’  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর