মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৩০ দিন পর মাঠে নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

৩০ দিন পর মাঠে নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

প্রায় এক মাস পর মাঠে নামছে বসুন্ধরা কিংস। ২০তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে পেশাদার ফুটবল লিগে শিরোপা নিশ্চিত করেছিল তারা। পরের ম্যাচে আরামবাগকে হারিয়ে এএফসি কাপ খেলতে মালদ্বীপে উড়ে যায় কিংস। এরপর কিরগিজস্থানে ত্রিদেশীয় টুর্নামেন্টে জাতীয় দল যায়। তাই বসুন্ধরা কিংসের লিগে তিন ম্যাচ বাকি আছে। আজ সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচ। ১৭ সেপ্টেম্বর শেখ রাসেল ক্রীড়া ও ২০ সেপ্টেম্বর ঢাকা আবাহনীর সঙ্গে লড়বে।

২১ ম্যাচে ৫৮ পয়েন্ট বসুন্ধরার। তাই শেষ তিন ম্যাচে হারলেও শিরোপা অটুট থাকবে। ৫২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে শেখ জামাল। তবে তৃতীয় স্থান এখনো নিশ্চিত হয়নি। ঢাকা আবাহনী ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে থাকলেও আজ যদি সাইফ জিতে যায় আবাহনী শেষ ম্যাচে হেরে যায় তা হলেই সাইফ তিনে উঠে আসবে। তাই সাইফের কাছে ম্যাচের গুরুত্ব আছে। প্রথম পর্বে বসুন্ধরা জিতলেও সাইফ টানা ছয় ম্যাচ জিতে ফর্মে আছে। তিন ম্যাচ শিরোপার জন্য না হলেও সর্বোচ্চ গোলদাতার জন্য গুরুত্ব রয়েছে। রবসন রবিনহো ১৯ গোল দিয়ে শীর্ষে রয়েছেন। অবশ্য লিগ শেষ করলেও ওমর জোবের গোল সংখ্যাও ১৯। সাইফের ওকোলি ১৮, ঢাকা আবাহনীর বেলফোর্টের গোল সংখ্যা ১৭।

সর্বশেষ খবর