রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জর্ডানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

জর্ডানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে নামছেন সাবিনা খাতুনরা। আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের মিল্লিই স্টেডিয়ামে জি গ্রুপের ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বের প্রস্তুতি নিতে নেপালে বেশ কিছুদিন কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাবিনারা। একটিতে হেরেছেন। একটিতে ড্র করেছেন। উজবেকিস্তানে গিয়েও প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না তারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শিষ্যদের অনুশীলন করিয়েছেন গোলাম রব্বানী ছোটন। এরপর মিল্লিই স্টেডিয়াম দেখতে যান তারা। নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘জর্ডানের সঙ্গে যে মাঠে ফুটবল খেলব তা আমরা দেখেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে মেয়েরা ভালো ফুটবল খেলবে।’ মেয়েদের খেলা দেখতে উজবেকিস্তান পৌঁছেছেন বাফুফে কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী ও নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

বাংলাদেশ বাছাইপর্বের শেষ ম্যাচে ইরানের মেয়েদের মুখোমুখি হবে ২২ সেপ্টেম্বর।

চূড়ান্ত পর্বে খেলার জন্য বাংলাদেশকে গ্রুপের শীর্ষ স্থান অর্জন করতে হবে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ কখনোই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

সর্বশেষ খবর