সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ গোলে হার মেয়েদের

জর্ডান ৫ : বাংলাদেশ ০

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ গোলে হার মেয়েদের

নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে উজবেকিস্তান গিয়েছিল নারী ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে নামার আগে আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করার। কিন্তু তা আর হলো না। গতকাল তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাছাইপর্বের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলের পরাজয় স্বীকার করেছেন সাবিনা খাতুনরা।

ম্যাচের শুরুর দিকে ভালোই খেলছিল বাংলাদেশ। জর্ডানের মেয়েদের রুখে দিচ্ছিল বার বার। তবে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জর্ডান। ৩৫ মিনিটে শাহনাজ প্রথম গোল করেন দলের পক্ষে। ৪৫ মিনিটে বানা জাইদের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ডিফেন্সে ঝড় তোলেন মাইসা জিয়াদ। মাত্র ১৫ মিনিটেই হ্যাটট্রিক করেন তিনি। ৬২, ৬৭ ও ৭৭ মিনিটে তিনটি গোল করেন জর্ডানের এই নারী ফুটবলার।

প্রথম ম্যাচেই পরাজিত হওয়ায় বাছাইপর্ব অতিক্রম করে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২২ সেপ্টেম্বর ইরানের মেয়েদের মুখোমুখি হবেন সাবিনা খাতুনরা। শেষ ম্যাচে বাংলাদেশ খুব বড় ব্যবধানে জিতলে অন্যদিকে ইরান ২৫ সেপ্টেম্বরের ম্যাচে জর্ডানকে হারাতে পারলে সাবিনাদের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণ হতেও পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর